সিলেট বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ আটক ১

সিলেট বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ আটক ১

বিমানের সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। আজ বুধবার সকাল ৬টা ৪৩ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানে অভিযান পরিচালনা করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় জাহিদ মিয়া নামে একজনকে আটক করা হয়। জানা গেছে, সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানে অভিযান পরিচালনা করেন এপিবিএন পুলিশের পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া। এ সময় এপিবিএন পুলিশ স্বর্ণ বহন করার অপরাধে সিলেট নগরের কোতোয়ালি থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার ছেলে জাহিদ মিয়াকে আটক করে। একই সঙ্গে তার অনির্ধারিত সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। অবৈধভাবে স্বর্ণের বার নিয়ে আসার দায়ে আটক জাহিদের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দারা সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। এ ব্যাপারে সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘ বিজি ইএ-২২৮ এর বিমানে যে সিটের (১০/অ নং এ) নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায় ওটা তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছিলেন।
প্রেমের ‘প্রতারণা’, গ্রেপ্তার আট পূর্ববর্তী

প্রেমের ‘প্রতারণা’, গ্রেপ্তার আট

নরসিংদীতে টেঁটাযুদ্ধ, আহত ১০ পরবর্তী

নরসিংদীতে টেঁটাযুদ্ধ, আহত ১০

কমেন্ট