সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর

সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর

দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছিল আড়তের চামড়াসহ অন্যান্য মালামাল। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন লক্ষ্মীপুরের দু’টি চামড়া আড়তের মালিক। উপায়হীন হয়ে শেষ পর্যন্ত দোকানে সিসি ক্যামেরা লাগান। আর তাতেই ধরা পড়ে যায় চোর। আড়তের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভেসে ওঠে নিরব (২০) নামের চামড়া চোরের মুখ। যে একসময় এই চামড়া আড়তেরই কর্মচারী ছিল। লক্ষ্মীপুর পৌর শহরের কালিবাজার সড়কের জালালিয়া মাদ্রাসা এলাকা থেকে শনিবার চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। দীর্ঘ দিনে প্রায় ১৫ লাখ টাকার চামড়া চুরি হয়েছে বলে এই চামড়া ব্যবসায়ীদের দাবি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু তাহেরের চামড়া আড়ৎ ঘর ও পাশের সৌদিয়া চামড়া ঘরের টিনের চাল খুলে চামড়া ও চামড়া সামগ্রী চুরি হতো। কে বা কাহারা চুরি করতো কিছুই জানতো না ব্যবসায়ীরা। উপায় না পেয়ে আড়ৎ ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দেয় তারা। ফের চুরি করতে গেলে ওই সিসি ক্যামেরায় দেখতে পাওয়া যায় চুরির দৃশ্য। পরে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় ব্যবসায়ীরা। চামড়া আড়তের মালিক রাশেদ জানান, ‘দীর্ঘদিন ধরে নিরবের চুরির কারণে তিনি ব্যবসায় সর্বশান্ত হয়ে পড়েছেন। লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোলায়মান জানান, সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে স্থানীয়রা চোরকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চোরকে থানায় নিয়ে আসে।
মৌলভীবাজারে চা বাগানে তিন নারীসহ ৫ জনকে কুপিয়ে হত্যা পূর্ববর্তী

মৌলভীবাজারে চা বাগানে তিন নারীসহ ৫ জনকে কুপিয়ে হত্যা

ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন পরবর্তী

ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন

কমেন্ট