সীমিত আকারে চলবে ট্রেন

সীমিত আকারে চলবে ট্রেন

৩১ মে থেকে সীমিত আকারে চলবে ট্রেন। এ তথ্য জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, এক্ষেত্রে রেলের সব প্রস্তুতি আছে। বুধবার (২৭ মে) রাতে সময় সংবাদকে রেলপথ সচিব এসব কথা বলেন। তিনি জানান, প্রথমে কোন কোন রুটে কয়টা ট্রেন চলবে, এসব ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে। একইসঙ্গে কীভাবে টিকিট বিক্রি হবে, কবে থেকে টিকিট পাওয়া যাবে সে বিষয়গুলোও ঠিক করা হবে। এদিকে ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহনও চলবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু পূর্ববর্তী

করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০২৯ পরবর্তী

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০২৯

কমেন্ট