সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার

সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৭ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা ও সুনামগঞ্জে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সুরঞ্জিত সেন গুপ্ত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানস্থ শিখা চিরন্তন সম্মুখে মোমবাতি প্রজ্বালন করবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এদিকে ধিরাই উপজেলা আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় শোক শোভাযাত্রা, ১২টায় ধিরাই মহাশ্মশান ঘাটে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ২টায় স্মরণ সভা।
হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ পূর্ববর্তী

হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ

অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ পরবর্তী

অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

কমেন্ট