সূর্য জয়ের অভিযানে গেল নাসার নভোযান

সূর্য জয়ের অভিযানে গেল নাসার নভোযান

সর্বকালের সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয়েছে এই সূর্য জয়ের অভিযান।‘পার্কার সোলার প্রোব’ নামের মহাকাশযানটি স্থানীয় সময় সাড়ে ৩ টার দিকে যাত্রা শুরু করেছে। নাসার গ্রাউন্ড কন্ট্রোল জানিয়েছে, মহাকাশযানটি নির্ধারিত গতিপথে রয়েছে। উড্ডয়ন আশাব্যঞ্জক হয়েছে। এই প্রথম সূর্যের এত কাছে যাচ্ছে কোনো মহাকাশযান।অর্ধ-শতকের চেষ্টার পর এটা সম্ভব হলো। নাসা জানিয়েছে, ঘণ্টায় সাড়ে ৪ লাখ মাইল গতিতে এক মাস পর সূর্যের নিকটতম বুধ গ্রহ অতিক্রম করবে যানটি। এটি পরে আরো গন্তব্যে পৌঁছে অবস্থান নেবে সূর্যের ৪০ লাখ মাইল দূরত্বের মধ্যে। আগামী সাত বছর থাকবে সূর্যের কক্ষপথে। বিজ্ঞানীরা বলছেন, সৌরজগতের একমাত্র নক্ষত্রের আচরণ বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর জন্মরহস্য উন্মোচিত হবে।
চোখে না দেখলেও পথচলার সুযোগ করে দেবে ডিভাইসটি পূর্ববর্তী

চোখে না দেখলেও পথচলার সুযোগ করে দেবে ডিভাইসটি

অপোর স্মার্টফোন এ৩এস এখন বাংলাদেশে পরবর্তী

অপোর স্মার্টফোন এ৩এস এখন বাংলাদেশে

কমেন্ট