সেঞ্চুরি হাঁকিয়ে দুটি রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

সেঞ্চুরি হাঁকিয়ে দুটি রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

বৃহস্পতিবার রাতে মরুরাজ্যে ঝড় তুলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। মাত্র ৬৯ বলে হার না মানা ১৩২ রানের টর্নেডো ইনিংস খেলে একাই উড়িয়ে দিলেন ব্যাঙ্গালুরুকে। দলে রাহুলের একার সংগ্রহ পূরণ করতেই সব উইকেট হারিয়ে ফেলে বিরাট কোহলির দল। ৯৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাঞ্জাব। তবে এ জয়ের উল্লাসকে ছাপিয়ে শিরোনামে রাহুলের সেঞ্চুরি। কারণ এক সেঞ্চুরি দিয়ে দুটি রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল। এর একটি হলে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। এতদিন এ রেকর্ডটি ছিল রিষভ পন্থের দখলে। আর বৃহস্পতিবার রেকর্ডটি নিজের করে নিলেন রাহুল। ২০১৮ সালের আইপিএলে দিল্লির হয়ে খেলতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রিষভ পন্থ। সেই রেকর্ড ভেঙে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেললেন রাহুল। স্বদেশী রিষভের রেকর্ড মুছে দিয়ে অসি তারকা ডেভিড ওয়ার্নারকেও হারিয়ে দিলেন রাহুল। অধিনায়ক হিসেবে আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ধরেছিল ওয়ার্নারের। ২০১৭ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৯ বলে ১২৬ রান করেছিলেন সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার। তিন বছর পর সেই রেকর্ড ভেঙে ১৩২ রান করলেন পাঞ্জাব অধিনায়ক রাহুল। বৃহস্পতিবার দুবাইয়ে আইপিএলের ষষ্ঠ ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান রাহুলের সেঞ্চুরিতে ভর করে ২০৭ রানের লক্ষ্য ছুড়ে পাঞ্জাব। জবাবে কোহলি, ফিঞ্চ ও ডি ভিলিয়ার্সসহ ব্যাঙ্গালুরুর সবাই মিলে করেন ১০৯ রান।
এবার দিল্লির কাছে হারল ধোনির চেন্নাই পূর্ববর্তী

এবার দিল্লির কাছে হারল ধোনির চেন্নাই

থুতু মেরে চার ম্যাচে নিষিদ্ধ ডি মারিয়া পরবর্তী

থুতু মেরে চার ম্যাচে নিষিদ্ধ ডি মারিয়া

কমেন্ট