সেমির প্রথম লড়াইয়ে ফিল্ডিংয়ে ভারত

সেমির প্রথম লড়াইয়ে ফিল্ডিংয়ে ভারত

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালের লড়াই আজ। বিশ্বকাপের নক-আউট পর্বের প্রথম এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। কিউই দলে এসেছে পরিবর্তন। টিম সাউদির জায়গায় এসেছেন লুকি ফার্গুসন। অন্যদিকে কুলদীপ যাদবের জায়গায় ভারত একাদশে সুযোগ পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারত-নিউজিল্যান্ড দুটিই শক্তিশালী দল। পার্থক্য হলো, নিউজিল্যান্ড সেমিফাইনালিস্ট টিম, আর ভারত দুইবারের বিশ্বকাপজয়ী। এবারও তারা বিশ্বকাপ জিততেই এসেছে। ৯ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বিরাট কোহলির দল। আর নিউজিল্যান্ড সমান ম্যাচে ৫ জয়ে আছে চার নম্বরে। আজকের ম্যাচে রয়েছে বৃষ্টির শংকা। যদিও একটি রিজার্ভ ডে রয়ে গেছে। সেদিনও বৃষ্টি হলে পয়েন্টে এগিয়ে থাকায় সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। কপাল পুড়বে নিউজিল্যান্ডের। আগামী ১১ জুলাই বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় দল যথাক্রমে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড।
গৃহহীনদের বিনামূল্যে খাবার দিচ্ছে মেসির রেস্তোরাঁ পূর্ববর্তী

গৃহহীনদের বিনামূল্যে খাবার দিচ্ছে মেসির রেস্তোরাঁ

প্রথম সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা পরবর্তী

প্রথম সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা

কমেন্ট