সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন

সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন

অনলাইন ক্যাসিনো জুয়ার হোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হয়। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তিনজনকে গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন করেন। এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান। আদালত আগামী ১৩ অক্টোবর আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে ও রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান এ তথ্য জানান। সেলিম প্রধানের দুই সহযোগী হলেন- আক্তারুজ্জামান ও রোমান। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। গত ১ অক্টোবর নিজের বাসায় হরিণের চামড়া রাখার অপরাধে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ২ অক্টোবর গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা করে র‌্যাব। গত ৩ অক্টোবর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ তিনজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার এ মামলায় রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর বুধবার অর্থ পাচার মামলায় গ্রেপ্তার এবং রিমান্ড দেখানোর আবেদন করেছে সিআইডি।
আবরার হত্যার ঘটনায় অমিত সাহা গ্রেফতার পূর্ববর্তী

আবরার হত্যার ঘটনায় অমিত সাহা গ্রেফতার

সম্রাটের কাকরাইল অফিস থেকে জিনিসপত্র সরিয়ে ফেলার অভিযোগ! পরবর্তী

সম্রাটের কাকরাইল অফিস থেকে জিনিসপত্র সরিয়ে ফেলার অভিযোগ!

কমেন্ট