সেলেনার বন্ধুরাই সব

সেলেনার বন্ধুরাই সব

বয়স মাত্র ২৬। এরই মধ্যে অনেক কিছু দেখার অভিজ্ঞতা হয়েছে। শারীরিক, মানসিক নানা ধরনের রোগ, সম্পর্ক নিয়ে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সব কিছু থেকে সেলেনা গোমেজের সবচেয়ে বড় শিক্ষা হলো—বন্ধুরাই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলেনাদের চার-পাঁচজন বন্ধুর একটা গ্রুপ আছে, যাঁরা নিয়মিতই একসঙ্গে সময় কাটান। গায়িকার মতে, এটা তাঁকে বেঁচে থাকতে প্রেরণা জোগায়। বছর দুয়েক আগে কিডনি বিকল হয়ে মরতে বসেছিলেন। পরে এক বন্ধুর দেওয়া কিডনি প্রতিস্থাপন করে সুস্থ হয়ে ওঠেন। সেদিকে ইঙ্গিত করে সেলেনা বলেন, ‘বন্ধুদের জন্যই এখনো বেঁচে আছি। জীবনে অনেকের সঙ্গেই বন্ধুত্ব হয়েছে, সবাই যে ভালো, তা বলব না। স্বার্থপর, ভণ্ড নানা কিসিমের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু যারা সত্যিকারের বন্ধু, তারাই শুধু টিকে আছে।’ দীর্ঘদিন পর দেওয়া সাক্ষাৎকারে বন্ধুত্ব ছাড়াও সেলেনা কথা বলেন সম্পর্ক, ক্যারিয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা বিষয় নিয়ে। বলেন গায়িকা নন, ব্যক্তি সেলেনাকে যে পছন্দ করবে তাকেই জীবনসঙ্গী করবেন।g
'সানগ্লাস চুরি করেছিলাম' পূর্ববর্তী

'সানগ্লাস চুরি করেছিলাম'

মস্কোয় তিশা-জাহিদ হাসান পরবর্তী

মস্কোয় তিশা-জাহিদ হাসান

কমেন্ট