সোনাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ধাতু রেডিয়াম

সোনাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ধাতু রেডিয়াম

স্বর্ণকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ধাতু হয়েছে রেডিয়াম। সিলভার রংয়ের এ ধাতুর দাম স্বর্ণের চেয়ে ৫ গুণ বেশি। গত কয়েকবছরে কয়েকবার বেড়েছে মূল্যবান এ ধাতুর দর। চলতি সপ্তাহে এ ধাতুর দর আউন্স প্রতি ৮ হাজার ডলারে। এ ধাতু ২০০৮ সালে আউন্স প্রতি সর্বোচ্চ ১০ হাজার ডলার ছিল। তবে রেডিয়াম বিক্রি খুব বেশি হয় না বলে এতে বিনিয়োগ করা খুব কঠিন। প্লাটিনাম এবং নিকেলের মিশ্রণে তৈরি সবচেয়ে দামি ধাতু এটি। আয়না, গয়না আর সার্চ লাইট বানাতে কাজে লাগে রেডিয়াম। গাড়ির ডিজেল কিংবা গ্যাস নির্ভর ইঞ্জিনের জন্যও প্রয়োজন হয় রেডিয়ামের। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া আর কানাডা রেডিয়ামের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ।
পড়ার ব্যাপারে বাচ্চাদের আগ্রহী করার উপায় পূর্ববর্তী

পড়ার ব্যাপারে বাচ্চাদের আগ্রহী করার উপায়

দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে জড়ো হচ্ছেন মুসল্লিরা পরবর্তী

দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে জড়ো হচ্ছেন মুসল্লিরা

কমেন্ট