সোনার আস্ত টয়লেট চুরি

সোনার আস্ত টয়লেট চুরি

ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে ১৮ ক্যারট সোনা দিয়ে তৈরি একটি টয়লেট চুরি হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে চোরেরা প্রাসাদে প্রবেশ করে এই শিল্পকর্মটি চুরি করে বলে জানিয়েছে টেমস ভ্যালি পুলিশ। ইতালির চিত্রশিল্পী মাউরিজও ক্যাটেলান ‘আমেরিকা’ শিরোনামের এই টয়লেটটির ডিজাইন করেছিলেন। নিউ ইয়র্কের গুগেনহেইম জাদুঘরে প্রদর্শনের সময় এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। চুরির ঘটনায় ৬৬ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ বলেছে, ‘চোরেরা সারারাত চেষ্টার পর প্রাসাদে পড়েছে এবং ৪টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করেছে। সিঁধেল চুরির সময় কেউ আহত হয় নি।’ গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জেস মিলনে বলেছেন,‘চোরদের একটি দল অপরাধ সংঘটনের সময় অন্তত দুটি গাড়ি ব্যবহার করেছে। এখনো শিল্পকর্মটি উদ্ধার করা যায় নি। তবে এটি খুঁজতে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’
প্রতিদিন ডাবের পানি খেলে ব্লাড সুগার ঠিক থাকে, চর্বিও ঝরে পূর্ববর্তী

প্রতিদিন ডাবের পানি খেলে ব্লাড সুগার ঠিক থাকে, চর্বিও ঝরে

গাছের গায়ে বিজ্ঞাপন ঝোলালে ৩ বছরের জেল পরবর্তী

গাছের গায়ে বিজ্ঞাপন ঝোলালে ৩ বছরের জেল

কমেন্ট