স্টোকসের বোলিং দাপটে বড় লিড পেল না ওয়েস্ট ইন্ডিজ

স্টোকসের বোলিং দাপটে বড় লিড পেল না ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের বোলিং দাপটে ২০৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ক্যারিবীয়রা। বড় লিড নেওয়ার আশাও জাগিয়ে ছিল তারা। কিন্তু তাদের সেই আশা পূরণ হতে দিলেন না বেন স্টোকস। তৃতীয় দিনের শেষ বিকেলে দুর্দান্ত বল করেন স্টোকস। ইংলিশ অধিনায়কের বোলিং তোপে দারুণ শুরুর পর ৩১৮ রানে ইনিংস গুটিয়ে নেয় অতিথিরা। তাই প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। সাউথ্যাম্পটনের রোজ বৌলে গতকাল শুক্রবার এক উইকেটে ৫৭ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ৬১ রানের ইনিংস খেলেন শেন ডওরিচ। ৪৭ রান করেন রোস্টন চেজ। বল হাতে দুর্দান্ত করা স্টোকস ৪৯ রানের বিনিময়ে নেন চার উইকেট। ৬২ রানে তিন উইকেট নেন জেমি অ্যান্ডারসন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে বিনা উইকেটে ১৫ রান করে ইংল্যান্ড। ১০ রানে উইকেটে ছিলেন ররি বার্নস। তাঁর সঙ্গে পাঁচ রানে অপরাজিত ছিলেন ডম সিবলি। এখনো ৯৯ রানে পিছিয়ে আছে বেন স্টোকসের দল।
ফের খেলায় ফিরতে কানেরিয়াকে যে পরামর্শ দিল পিসিবি পূর্ববর্তী

ফের খেলায় ফিরতে কানেরিয়াকে যে পরামর্শ দিল পিসিবি

আর দুই ম্যাচ জিতলেই শিরোপা রিয়ালের পরবর্তী

আর দুই ম্যাচ জিতলেই শিরোপা রিয়ালের

কমেন্ট