স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান মুশফিক

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান মুশফিক

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন বাংলাদেশ সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মূলতঃ সংক্ষিপ্ত ভার্সনে স্থানীয় ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এটা অনেকটাই উপকারী হবে বলে তার বিশ্বাস। মুশফিক বলেন, 'একটি মাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) অংশ নেয়ার কারণে জাতীয় দলের বাইরে থাকাদের জন্য এটা অত্যন্ত কঠিন। সুতরাং টুর্নামেন্টের শুরুতে ভালো খেলাটা তাদের জন্য কঠিন।' তিনি আরো বলেন, 'তবে আমরা যারা তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলি তাদের জন্য বিষয়টি ভিন্ন। যে কারণে প্রতিদ্বন্দিতামুলক ম্যাচে ভালো করাটা আমাদের জন্য তুলনামুলক সহজ। তবে এখনো যারা ভালো খেলছে অবশ্যই তাদেরকে সম্মান জানাতে হয়। তারা কীভাবে ভালো করছে, আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। আমাদের অনেককেই আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি মনে করছি আমরা যত বেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পাব আমরা তত বেশি ভালো পারফরমেন্স করব।' সব শেষে তিনি বলেন, 'আমি মনে করছি এ ধরনের আরেকটি টুর্নামেন্ট হলে কেবলমাত্র আমাদের জন্য নয়, স্থানীয় ক্রিকেটারদের জন্যও সেটা ভালো হবে। যদিও ব্যস্ত সুচির কারণে এটা কিছুটা কঠিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) বিষয়টি নিয়ে চিন্তা করছে বলে আমি মনে করি। আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে বাংরাদেশ ক্রিকেট তা থেকে উপকৃত হবে বলে আমি মনে করি।'
বিপিএল রেখে অস্ট্রেলিয়া ফিরে গেলেন স্মিথ! পূর্ববর্তী

বিপিএল রেখে অস্ট্রেলিয়া ফিরে গেলেন স্মিথ!

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস পরবর্তী

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

কমেন্ট