স্পেন, ইংল্যান্ডের কষ্টার্জিত জয়

স্পেন, ইংল্যান্ডের কষ্টার্জিত জয়

Spainইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে স্পেন ও ইংল্যান্ড দু’দলই জয় পেয়েছে। তবে, ফেভারিট হিসেবে মাঠে নেমেও সমর্থকদের মন ভরাতে পারেনি ‍দু’দল। বেলারুসকে ১-০ গোলে স্পেন ও স্লোভেনিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বেলারুশের মাঠে খেলার শুরু থেকেই চিরচেনা টিকিটাকা ফুটবলে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্পেন। তবে স্বাগতিকরাও ছেড়ে কথা বলেনি। কিন্তু, দু’দলের কেউই গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষ মিনিটে স্প্যানিশদের অপেক্ষার অবসান ঘটে। চেলসি তারকা সেস ফ্যাব্রিগাসের অ্যাসিস্ট থেকে গোল করেন ম্যানসিটির ডেভিড সিলভা। অন্যদিকে, বেলারুশের হয়ে চমৎকার দু’টি সুযোগ হাতছাড়া করেন স্ট্রাইকার সার্জি কর্নিলেঙ্কো ও ডিফেন্ডার মাকসিম বোর্ডাচেভ। নইলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হতো। জয় পেলেও স্প্যানিশদের ‘সি’ গ্রুপের শীর্ষে উঠা হয়নি। ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা অক্ষুন্ন রেখেছে স্লোভাকিয়া। তারা এখন পর্যন্ত ছয় ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে। গ্রুপ ‘ই’র ম্যাচে ইংল্যান্ডের জয়রথ চলছেই। এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতেই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংলিশরা। অবশ্য স্লোভেনিয়ার মাঠে প্রথমে পিছিয়ে পড়ে রুনি-স্টার্লিংরা। প্রথমার্ধের ৩৭ মিনিটে স্ট্রাইকার মিলিভোজি নোভাকোভিচের গোলে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আর্সেনাল তারকা জ্যাক উইলশেয়ারের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। ৭৩ মিনিটে এই মিডফিল্ডারের গোলেই লিড নেয় ইংলিশরা। তবে, নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে স্লোভেনিয়াকে সমতায় ফেরান স্ট্রাইকার নেজেক পেকনিক। দু’মিনিট পরেই ওয়েইন রুনির গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে রয় হজসনের শিষ্যরা
ব্রাজিলের দুরন্ত জয় পূর্ববর্তী

ব্রাজিলের দুরন্ত জয়

বাংলাদেশ-ভারত টেস্ট ড্র পরবর্তী

বাংলাদেশ-ভারত টেস্ট ড্র

কমেন্ট