স্বপ্নের ফাইনালের আগে মাশরাফীদেরকে প্রধানমন্ত্রীর ফোন

স্বপ্নের ফাইনালের আগে মাশরাফীদেরকে প্রধানমন্ত্রীর ফোন

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে প্রেরণা দিয়েছেন, ফাইনাল ম্যাচের জন্য জানিয়েছেন শুভকামনা। বাংলাদেশ শুক্রবারের ফাইনাল জিততে পারলে নতুন এক ইতিহাস লেখা হবে। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে শিরোপা জিতবে টাইগাররা। এর আগে দ্বিপাক্ষীক সিরিজ জিতলেও, কখনো কোনো ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। টাইগাররা অবশ্য এর আগে ৬ বার এমন সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এবার অবশ্য সমর্থকরা আশায় বুক বেঁধে আছে শিরোপার জন্য। তবে অধিনায়ক মাশরাফীর ফোনে প্রধানমন্ত্রী ফোন করে খেলোয়াড়দের বলেছেন, ফাইনালে সানন্দে খেলতে। কোনো ধরনের চাপ না নিয়ে নির্ভার থেকে মনের আনন্দে খেলতে। অধিনায়ক মাশারফী বিন মোর্ত্তজা সংবাদমাধ্যমকে বলেছেন, প্রধামন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। টাইগার অধিনায়ক জানান, মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই আমাদের অনুপ্রেরণা দেন। তবে কখনোই বলেন না, চ্যাম্পিয়ন হতেই হবে। ফাইনালে ওঠাই বড় কথা, এই বার্তাই দলকে দেন প্রধানমন্ত্রী। এবারও টাইগারদের সেটিই বলেছেন।
এই দিনে বাংলার বুকে ফিরেছিলেন তিনি পূর্ববর্তী

এই দিনে বাংলার বুকে ফিরেছিলেন তিনি

এবছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১৯৮০ টাকা পরবর্তী

এবছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১৯৮০ টাকা

কমেন্ট