স্বাধীনতা দিবসের আ. লীগের সব কর্মসূচি বাতিল

স্বাধীনতা দিবসের আ. লীগের সব কর্মসূচি বাতিল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকা‌তে ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা ব‌লেন। আগামী ২৫ মার্চ (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। ভাষণে ক‌রোনাভাইরা‌সের বর্তমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে প্রধানমন্ত্রী দিক নি‌র্দেশনা দে‌বেন বলেও জানান কাদের। সেতুমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

করোনায় বন্ধ হলো নতুন পাসপোর্টের কার্যক্রম পরবর্তী

করোনায় বন্ধ হলো নতুন পাসপোর্টের কার্যক্রম

কমেন্ট