স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীতে প্রায় ২ লাখ টাকা অর্থদণ্ড

স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীতে প্রায় ২ লাখ টাকা অর্থদণ্ড

করোনা মহামারীর সময় কোভিড-১৯ ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে বেশ কিছু স্বাস্থবিধি জারি করেছে বাংলাদেশ সরকার। এসব স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর তেজগাঁও এবং লালবাগে ২১টি দোকান, ৬ ব্যক্তি ও ১টি কারখানাকে মোট ১ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেয় ঢাকা মহানগর পুলিশ’র (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয় বলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ নিশ্চিত করে। জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। অভিযানকালে রমনা বিভাগে ৬টি দোকানকে ২৫০০ টাকা ও তেজগাঁও বিভাগের ১০টি দোকানকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। লালবাগ বিভাগের ৬টি দোকান, ৬ জন ব্যক্তি ও ১টি কারখানাকে ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি পূর্ববর্তী

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত পরবর্তী

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

কমেন্ট