স্মার্টফোনেই রয়েছে আপনার মৃত্যু পরোয়ানা!

স্মার্টফোনেই রয়েছে আপনার মৃত্যু পরোয়ানা!

এই সময়ে স্মার্ট ফোন ছাড়া আমাদের অনেকেরই দিন কাটে না। সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত স্মার্টফোনে চোখ লেগেই থাকে আমাদের। তবে এই স্মার্টফোনই আমাদের একটু একটু করে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। এমনটাই বলছে সাম্প্রতিক সমীক্ষা। স্মার্টফোনই আমাদের মৃত্যুর কারণ। এই তথ্য দেখে চমকে উঠছেন? না চমকে ওঠার কোনও কারণ নেই। সাম্প্রতিক এক সমীক্ষা এই কথাই বলছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কী। একটাই স্মার্টফোন ব্যবহার কমিয়ে দেওয়া। এক সমীক্ষায় বলা হয়েছে কোনও টয়লেটের থেকেও ১০ গুণ বেশি রোগ জীবাণু রয়েছে স্মার্টফোনে। বলা হয়েছে এক তৃতীয়াংশ মানুষ নিজেদের ব্যবহৃত স্মার্ট ফোন পরিষ্কার করেন না। ত্বকের সমস্যার একটি বড় কারণ হল এই স্মার্ট ফোন। এর জীবাণু থেকেই আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সমীক্ষায় বলা হয়েছে, স্মার্টফোনের কারণে হতে পারে মারণ রোগ ক্যান্সার। চোখের সমস্যা, মাইগ্রেন, হার্ট অ্যাটাক ইত্যাদি তো রয়েছেই। তাই যতটা সম্ভব নিজের থেকে দূরে রাখার চেষ্টা করুন স্মার্ট ফোনকে। এবং মাঝে মধ্যেই এটিকে পরিষ্কার করুন। তা না হলে আপনার জন্য খারাপ দিন অপেক্ষা করছে।
আর উইন্ডোজ ৭ এর দেখভাল করবে না মাইক্রোসফট পূর্ববর্তী

আর উইন্ডোজ ৭ এর দেখভাল করবে না মাইক্রোসফট

নতুন বছরে ভিভোর প্রথম ফোন এস১প্রো পরবর্তী

নতুন বছরে ভিভোর প্রথম ফোন এস১প্রো

কমেন্ট