স্যান্ডেলের তলায় ১ কেজি সোনা!

স্যান্ডেলের তলায় ১ কেজি সোনা!

স্যান্ডেলের তলায় বিশেষ কৌশলে রাখা এক কেজি সোনার বার ভারতে পাচারকালে মোতালেব নামের এক চোরাকারবারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে দর্শনা সীমান্তের জয়নগর চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। যশোর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা ছবি রাণি দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বেনাপোল শুল্ক গোয়েন্দা সার্কেলের একটি দল জয়নগর চেকপোষ্টে অবস্থান করছিল। দুপুরে ঢাকার টঙ্গি থেকে আব্দুল মোতালেব নামের এক স্বর্ণ পাচারকারী জয়নগর চেকপোষ্টে আসে। এসময় শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। মোতালেব পালানোর চেষ্টা করলে গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোতালেব স্বীকার করে তার পায়ের ব্যবহৃত স্যান্ডেলের তলায় বিশেষ কৌশলে স্বর্ণের বার রাখা আছে। তার পায়ের স্যান্ডেলের তলা কেটে সেখান থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি। রাণি দত্ত জানান, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকবিরোধী অভিযানকালে 'বন্দুকযুদ্ধে' আটজন নিহত পূর্ববর্তী

মাদকবিরোধী অভিযানকালে 'বন্দুকযুদ্ধে' আটজন নিহত

নাম শুটিং ইউনিট, কাজ ‘ইয়াবার ব্যবসা’ পরবর্তী

নাম শুটিং ইউনিট, কাজ ‘ইয়াবার ব্যবসা’

কমেন্ট