স্যামসাংয়ের স্যাটেলাইট আছড়ে পড়ল ন্যান্সির উঠানে!

স্যামসাংয়ের স্যাটেলাইট আছড়ে পড়ল ন্যান্সির উঠানে!

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বাস করেন ন্যান্সি ওয়েলকি। অন্যান দিনে মতোই শনিবার সকালে ঘুম থেকে ওঠেন। ঘর থেকে বের হন নিজের ফার্মে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বের হয়েই অবাক হয়ে যান তিনি। ঘর থেকে বের হয়ে দেখতে পান বাড়ির উঠানে পড়ে আছে একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। ওই স্যাটেলাইটের গায়ে থাকা লোগো দেখে বুঝতে পারেন স্যামসাংয়ের স্যাটেলাইট এটি। এই ঘটনার পর ন্যান্সি ওয়েলকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আপনি বোঝতেই পারবেন না কি ঘটেছে। এই শিশুটি (স্যাটেলাইটের ধ্বংসাবশেষ) আকাশ থেকে আমাদের উঠানে পড়েছে। এটি আমার ফার্মে বিরক্তির কারণ হিসেবে দেখা দেয়নি। এই ঘটনার পর তিনি সৃষ্টিকর্তাকে দেন। তিনি বলেন, আমার ফার্মের কোনো ঘোরা বাইরে ছিল না। এটি আমার বাড়ির ক্ষতি করেনি। এটি এখনো কাজ করছে। ন্যান্সি জানান, ওই স্যাটেলাইটির ভেতরে দু’টি ক্যামেরা ও একটি স্যামসাংয়ের মোবাইল ফোনও পাওয়া গেছে। এদিকে, এই ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে স্যামসাং জানায়, এই ঘটনার জন্য তারা দুঃখিত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সপ্তাহে ৩ দিন ছুটি দিয়েও মাইক্রোসফটের উৎপাদন বৃদ্ধি ৪০ শতাংশ! পূর্ববর্তী

সপ্তাহে ৩ দিন ছুটি দিয়েও মাইক্রোসফটের উৎপাদন বৃদ্ধি ৪০ শতাংশ!

জমে উঠেছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো পরবর্তী

জমে উঠেছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

কমেন্ট