‘হংস বলাকা’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

‘হংস বলাকা’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার উড়োজাহাজ ‘হংস বলাকা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমার্কে জাতীয় পতাকাবাহী এই উড়োজাহাজটি পরিদর্শন করেন তিনি। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম উড়োজাহাজটি চালাতে অন্যান্য বিমানের তুলনায় শতকরা ২০ ভাগ জ্বালানি সাশ্রয় হবে। এতে ২৭১টি আসন রয়েছে। পরিদর্শনকালে উড়োজাহাজটিতে উঠে ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটির হংস বলাকার নামকরণও করেছেন তিনি। ‘হংস বলাকা’ দিয়ে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ছয়টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। ‘হংস বলাকা’ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১০ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে হংস বলাকা। এর মাধ্যমে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টি।
১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম স্থানে প্রধানমন্ত্রী পূর্ববর্তী

১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম স্থানে প্রধানমন্ত্রী

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল পরবর্তী

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

কমেন্ট