হঠাৎ চোটে আক্রান্ত মাশরাফী

হঠাৎ চোটে আক্রান্ত মাশরাফী

রাজধানীর সিটি ক্লাব মাঠে কদিন ধরে অনুশীলন করছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আবার খেলার ফিরতে অনুশীলন করতে গিয়েই চোটে আক্রান্ত হলেন তিনি। দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তিনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘তিন-চার দিন আগে দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফী। তাঁর চোট কেমন, আমরা এখনো নিশ্চিত নই। প্রাথমিক চিকিৎসা চলছে। স্ক্যান করানোর পরই বুঝতে পারব চোট কতটা গুরুতর।’ দীর্ঘদিন মাঠের বাইরে মাশরাফী। বেশ কিছুদিন আগে নিজে করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হন তাঁর স্ত্রীও। এবার তাঁর দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এসেছে, নিজেই চোটে আক্রান্ত হয়েছেন। এদিকে মাশরাফীর দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা ও সাহেল মোর্ত্তজা সম্প্রতি করোনায় আক্রান্ত হয় বলে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়। তবে তারা শারীরিকভাবে সুস্থ আছে। গত জুনে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফী। সে সময় তাঁর পরিবারের আরো কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। কদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। তখন দুজনেরই পজিটিভ আসে। তবে আশার খবর, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়রা-সাহেল। ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই তারকা পেসার। এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেই সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে সামনে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাঁকে।
কলকাতাকে হেসেখেলে হারাল কোহলির বেঙ্গালুরু পূর্ববর্তী

কলকাতাকে হেসেখেলে হারাল কোহলির বেঙ্গালুরু

দুর্দান্ত মেসি, চ্যাম্পিয়নস লিগে বার্সার উড়ন্ত শুরু পরবর্তী

দুর্দান্ত মেসি, চ্যাম্পিয়নস লিগে বার্সার উড়ন্ত শুরু

কমেন্ট