হবিগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুট

হবিগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুট

হবিগঞ্জ শহরের ঘাটিয়া ক্রস রোড এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে এক সন্ত্রাসী। হামলাকারীর হাতে ধারালো অস্ত্র থাকায় সেখানে এগিয়ে আসতে সাহস পাননি আশপাশের লোকজন। আজ শনিবার (২০ জুলাই) দুপুরে উল্লেখিত এলাকার এআর মার্কেটের 'এআর ফ্যাশন' নামক কাপড়ের দোকানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, এআর প্লাজার স্বত্বাধিকারী জেলার নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুর রহমান। তিনি যুক্তরাজ্যপ্রবাসী। সেখানে অবস্থানকালে মার্কেটের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন হবিগঞ্জ শহরের মির্জাপুর এলাকার সারোয়ার উদ্দিন খান সুমন। আব্দুর রহমান সম্প্রতি স্থায়ীভাবে দেশে ফিরে নিজেই মার্কেট দেখাশোনার দায়িত্ব নিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দেন সারোয়ারকে। এ কারণে ক্ষিপ্ত হয়ে সে এই হামলা করেছে। মার্কেটের মালিক আব্দুর রহমান জানান, শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মার্কেটে লোকসমাগম কম ছিল। দুপুরের দিকে তার কর্মচারী শান্ত পরিষ্কার করার জন্য দোকান খুললে ধারালো অস্ত্র নিয়ে সারোয়ার এসে হামলা চালায়। এ সময় সে সিসি ক্যামেরা ও কম্পিউটারসহ দোকানের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর এবং ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা লুটে নেয়। এ ব্যাপারে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গণপিটুনিতে তাছলিমার মৃত্যুর ঘটনায় মামলা, আসামি ৫০০ পূর্ববর্তী

গণপিটুনিতে তাছলিমার মৃত্যুর ঘটনায় মামলা, আসামি ৫০০

মিন্নির পক্ষে লড়তে বরগুনা যাচ্ছেন শতাধিক আইনজীবী পরবর্তী

মিন্নির পক্ষে লড়তে বরগুনা যাচ্ছেন শতাধিক আইনজীবী

কমেন্ট