হবে না বিপিএল!

হবে না বিপিএল!

চলতি বছরের শেষদিকে হওয়ার কথা একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ফলে চলতি বছরে ভেস্তে যেতে পারে বিপিএলের এবারের আসর। তেমন ইঙ্গিত দিলেন টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি জানান, আসন্ন নির্বাচন নিয়ে ওই সময় ব্যস্ত হয়ে পড়বেন সবাই। এ কারণে হয়তো বিপিএল আয়োজন সম্ভব নাও হতে পারে। নির্বাচনের কারণে এবারের আসর পিছিয়ে যেতে পারে। জাতীয় নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ওই সময় অন্যদিকে দৃষ্টি ফেরানোর খুব একটা সুযোগ তাদের থাকে না। বিপিএলে খেলে দেশি-বিদেশি তারকা ক্রিকেটার। তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয় আছে। নির্ঝঞ্জাটভাবে টুর্নামেন্ট আয়োজনেরও চ্যালেঞ্জ থাকে। বাগড়াটা শুধু এখানেই নয়। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিরও মালিক নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খুলনা টাইটানস, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্ত্বাধিকারী বর্তমান সরকারের সাংসদ। মল্লিক জানান, আমরা অতসব ভাবছি না। দল ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিই সর্বাগ্রে প্রাধান্য পাচ্ছে। আগামী অক্টোবরে মাঠে গড়ানোর কথা বিপিএলের। তিনি জানান, নির্ধারিত সময়ে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারির দিকে বিপিএল আয়োজন করা হতে পারে।
নতুন দায়িত্বে ম্যারাডোনা পূর্ববর্তী

নতুন দায়িত্বে ম্যারাডোনা

মোস্তাফিজের মুম্বাইয়ের শেষ সুযোগ পরবর্তী

মোস্তাফিজের মুম্বাইয়ের শেষ সুযোগ

কমেন্ট