হলে থাকার ঘোষণা দিয়ে জাবির আন্দোলন স্থগিত

হলে থাকার ঘোষণা দিয়ে জাবির আন্দোলন স্থগিত

হলে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুশিন আদিবা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আমাদের আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকবো। তবে হল থেকে শিক্ষার্থীদের বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাপ প্রয়োগ করলে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার পর শনিবার তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
শেষ পর্যন্ত হল ছাড়লেন জাবি শিক্ষার্থীরা পূর্ববর্তী

শেষ পর্যন্ত হল ছাড়লেন জাবি শিক্ষার্থীরা

জাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রশাসনের, না মানলে ব্যবস্থা পরবর্তী

জাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রশাসনের, না মানলে ব্যবস্থা

কমেন্ট