হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। রবিবার হামাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। হামাস বলছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দল বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে। তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের সামরিক শাখার সিনিয়র কমান্ডার নূর বারাকাকে হত্যা করে। গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে এই হামলা চালানো হয়। এরপর ঘাতক ইসরায়েলি সেনা বহনকারী গাড়িটির ওপর হামলা চালায় হামাস যোদ্ধারা। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।এতে হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মাদ আল-কারা এবং আরও পাঁচজন নিহত হন।
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পূর্তিতে স্মরণানুষ্ঠান পূর্ববর্তী

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পূর্তিতে স্মরণানুষ্ঠান

কঙ্গোয় ইবোলা আক্রান্ত হয়ে দুই শতাধিকের মৃত্যু পরবর্তী

কঙ্গোয় ইবোলা আক্রান্ত হয়ে দুই শতাধিকের মৃত্যু

কমেন্ট