হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

হার দিয়েই টি-টোয়েন্টির বিশ্ব আসর শেষ করলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে সালমারা। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৯ রান করে প্রোটিয়া নারীরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র ৭৯ রান করে বাংলার মেয়েরা। আগের তিন ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ শেষটা জয় দিয়ে রাঙাতে চেয়েছিলো। কিন্তু প্রত্যাশার সঙ্গে হয়নি প্রাপ্তির মেলবন্ধন। সেন্ট লুসিয়ায় শুরুতে ব্যাট করতে নেমে সালমা ও কুবরার দুর্দান্ত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার নারীরা। ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। লাইজেল লি ২১, ক্যাপ ২৫ ও ট্রায়ন করেন ১৮ রান। ব্যর্থ হয়েছেন অন্যরা। ফলে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২০ রানে ৩ উইকেট নিয়েছেন সালমা খাতুন। ছোট সংগ্রহ তাড়া করতে নেমেও নিজেদের মেলে ধরতে পারেননি বাংলার মেয়েরা। দলের হয়ে রুমানার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রান। এছাড়া ফারজানা করেছেন ১৯ রান। এ ম্যাচে হেরে যাওয়ায় শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে সালমাদের।
জার্মানির সঙ্গে নাটকীয় ড্রয়ে সেমিফাইনালে নেদারল্যান্ডস পূর্ববর্তী

জার্মানির সঙ্গে নাটকীয় ড্রয়ে সেমিফাইনালে নেদারল্যান্ডস

কোয়ালিটি স্পিনে অতটা টিকবে না উইন্ডিজ: সৌম্য পরবর্তী

কোয়ালিটি স্পিনে অতটা টিকবে না উইন্ডিজ: সৌম্য

কমেন্ট