হিগুয়েইনের ভাগ্যের দোষ: বাতিস্ততা

হিগুয়েইনের ভাগ্যের দোষ: বাতিস্ততা

খেলোয়াড়ি জীবনে ছিলেন আর্জেন্টিনার নাম্বার নাইন। দেশের হয়ে করেছেন গোলের পর গোল। তার শূন্যস্থানে গনজালো হিগুয়াইনকে উপযুক্ত বলে মনে করছেন ‘বাতিগোল’ খ্যাত আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সি গায়ে ৫৪ গোল করা বাতিস্তুতা বলেন, ‘আমাদের একমাত্র নাম্বার নাইন যে হল হিগুয়াইন। একজন নাম্বার নাইনের যে দক্ষতাটা অবশ্যই প্রয়োজন তা হচ্ছে সতীর্থদের সঙ্গে খাপ খাইয়ে নেয়া। নাম্বার নাইন গোল করতে চায়। কিন্তু সবার আগে সে যেটা চায় তা হচ্ছে তার দলের জয়। তার (হিগুয়াইন) শুধু ভাগ্যেরই অভাব ছিল।’ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘যদি আমরা ভাবি, চ্যাম্পিয়ন না হওয়াটা ব্যর্থতা, তাহলে আমরা ভুল ভাবছি। আমরা মেশিন নই। ২০০২ বিশ্বকাপেও আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। বিশ্বকাপ সবসময় সেরা দলগুলো জেতে না।’
সমালোচনার মাঝেই যুক্তরাষ্ট্রে ঈদ করতে গেলেন সাকিব পূর্ববর্তী

সমালোচনার মাঝেই যুক্তরাষ্ট্রে ঈদ করতে গেলেন সাকিব

উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন যারা পরবর্তী

উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন যারা

কমেন্ট