হেটমায়ার তাণ্ডবে এলোমেলো জ্যামাইকা

হেটমায়ার তাণ্ডবে এলোমেলো জ্যামাইকা

১১তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দেখা পেল ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এবারের সেঞ্চুরিটি হাঁকিয়েছেন শিমরন হেটমায়ার। বাঁহাতি এ ব্যাটসম্যান ৪৯ বলে করেন ১০০ রান। রোববার জ্যামাইকা তলাওয়াসের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন গায়ানা আমাজন ওয়াসিয়র্সের এ হার্ডহিটার। আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের পর সিপিএলের এবারের আসরে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন হেটমায়ার। দুর্দান্ত ফর্মে আছেন ২১ বছর বয়সি এ ক্রিকেটার। ৪ ম্যাচে তার রান ২২২। ৭৪ গড়ে, ১৮১.৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন গায়ানার এ ব্যাটসম্যান। লাডারহিলে হেটমায়ারের সেঞ্চুরির ইনিংসে ভর করে গায়ানা আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে। হেটমায়ার শতরানের ইনিংসটি সাজান ১১ চার ও ৫ ছক্কায়। তাকে সঙ্গ দেন শোয়েব মালিক। ৩৪ বলে ৫০ রান করেন গায়ানার অধিনায়ক। লক্ষ্য তাড়ায় ভালো করতে পারেননি আন্দ্রে রাসেলদের জ্যামাইকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮ রানে শেষ হয় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান করেন গ্লেন ফিলিপস। রস টেলরের ব্যাট থেকে আসে ৩০ রান। গায়ানার হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস গ্রিন ও ইমরান তাহির। ৭১ রানের বিশাল জয়ে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিল গায়ানা। ম্যাচসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান হেটমায়ার।
ট্রেন্ট ব্রিজে ব্যাকফুটে ইংল্যান্ড পূর্ববর্তী

ট্রেন্ট ব্রিজে ব্যাকফুটে ইংল্যান্ড

যে কারণে কালো ব্যাজ পরে মাঠে নামলেন কোহলিরা পরবর্তী

যে কারণে কালো ব্যাজ পরে মাঠে নামলেন কোহলিরা

কমেন্ট