হেরে গেল তামিম একাদশ, ফাইনালে মাহমুদউল্লাহ-মুশফিকের দল

হেরে গেল তামিম একাদশ, ফাইনালে মাহমুদউল্লাহ-মুশফিকের দল

ছোট লক্ষ্য। জিততে হলে করতে হবে ১৬৪ রান। এই রান তাড়া করেও জিততে পারল না তামিম একাদশ। নাজমুল একাদশের কাছে সাত রানে হেরে গেছে তারা। তাই বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে নাজমুল একাদশ। তবে বৃষ্টি আইনে ৪১ ওভারে তামিম একাদশের সামনে লক্ষ্য দেওয়া হয় ১৬৪ রান। জবাব দিতে নেমে ১৫৬ রানে থেমে যায় তাদের ইনিংস। তামিম ৫৭ রানের একটি ঝলমলে ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। এর আগে মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে তারা করেছে মাত্র ১৬৫ রান। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম একাদশের পেসার সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়েই অল্প রানে গুটিয়ে যায় নাজমুল একাদশের ইনিংস। সাইফউদ্দিন একাই পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ে ধস নামান। নাজমুল একাদশের হয়ে ৭৫ বলে ৫১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন মুশফিক। আর তরুণ আফিফ হোসেন করেন ৪০ রান, ৬১ বল খরচায়। আর অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার দলে। সাইফউদ্দিন ২৬ রানে পাঁচ উইকেট নেন। আসরে মোট ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি এখন তিনি। পেসার মুস্তাফিজুর রহমানও দারুণ সফল ছিলেন, আট ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। মেহেদী হাসান পান দুই উইকেট।
রাজস্থানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল হায়দরাবাদ পূর্ববর্তী

রাজস্থানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল হায়দরাবাদ

কলকাতাকে হেসেখেলে হারাল কোহলির বেঙ্গালুরু পরবর্তী

কলকাতাকে হেসেখেলে হারাল কোহলির বেঙ্গালুরু

কমেন্ট