১০ ঘণ্টা পর ফিরল থ্রিজি, ফোরজি ইন্টারনেট

১০ ঘণ্টা পর ফিরল থ্রিজি, ফোরজি ইন্টারনেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মুখে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা ১০ ঘণ্টা বন্ধ রাখার পর তা আবার খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নির্দেশে মোবাইল ইন্টারনেটের ওই সব সার্ভিস বন্ধ করে দেওয়া হয় বলে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর সূত্রে জানা যায়। পরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে সেবাগুলো চালু করা হয় বলে জানান বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসাইন খান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল রাতে এক চিঠির মাধ্যমে বিটিআরসি সাময়িকভাবে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবাগুলো বন্ধের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবল টুজি ইন্টারনেট ও ভয়েস কল সেবা চালু রাখার ব্যাপারে চিঠিতে উল্লেখ করা হয়। মোবাইল ইন্টারনেটের দ্রুতগতি কমিয়ে দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনার পর এটি করা হয়। বিটিআরসি আরো জানায়, চলতি বছরের নভেম্বর নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি ১৮ লাখের বেশি। এর মধ্যে প্রায় আট কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আগামী রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুজব, অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধ রাখার ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা হয়ে আসছে।
দেশে নির্বাচনের গণজোয়ার দেখা যাচ্ছে : ওবায়দুল কাদের পূর্ববর্তী

দেশে নির্বাচনের গণজোয়ার দেখা যাচ্ছে : ওবায়দুল কাদের

প্রচারনা শেষ, এখন ভোটের অপেক্ষা পরবর্তী

প্রচারনা শেষ, এখন ভোটের অপেক্ষা

কমেন্ট