১০ টাকা কেজির চালসহ ডিলার ধরা

১০ টাকা কেজির চালসহ ডিলার ধরা

মাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৮ বস্তা (৫১ মণ) চাল জব্দ করা হয়েছে। এসময় আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা নামের ডিলারকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন ডিলার মাসুম মোল্লা। গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখপুর বাজারে অভিযান চালানো হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আবুবক্কর সিদ্দিকীর ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্বার করা হয়। এ ঘটনায় ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে আটক করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মাসুম এ চাল বিক্রি করেছেন বলে কাগজ পাওয়া গেছে। অথচ তিনি এসব চাল আত্মসাত করে অন্যত্র লুকিয়ে রাখেন। এ ঘটনায় মামলা হয়েছে।' শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজারে কিছু সরকারি চাল আত্মসাত করে অন্যত্র বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। আমরা রাতেই সেখানে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের ডিলারকে আটক করি।,
গর্ভবতী গাভী জবাই করে মাংস লুটেছে দুর্বৃত্তরা! পূর্ববর্তী

গর্ভবতী গাভী জবাই করে মাংস লুটেছে দুর্বৃত্তরা!

বিয়ের প্রলোভনে গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ! পরবর্তী

বিয়ের প্রলোভনে গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ!

কমেন্ট