১০ বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক: পরিকল্পনামন্ত্রী

১০ বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক: পরিকল্পনামন্ত্রী

গেল ১০ বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক, তাই চলমান অর্থনৈতিক কৌশল সঠিক বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগে পেতে আগ্রহী। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কারো পরামর্শে নয় বাংলাদেশের নিজস্ব কৌশল এবং বাস্তবতার নিরিখেই দেশ চলবে। দেশের চরম দারিদ্রসীমার মধ্যে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে আসতে গ্রামীণ অর্থনীতিতে বেশি করে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। এ সময় বাংলাদেশর স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চান বিদেশি বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা।
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন পূর্ববর্তী

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

আবাদি জমি রক্ষায় ব্যাপক গবেষণা চান প্রধানমন্ত্রী পরবর্তী

আবাদি জমি রক্ষায় ব্যাপক গবেষণা চান প্রধানমন্ত্রী

কমেন্ট