১২টি দেশে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জিয়া পরিবার: ওবায়দুল কাদের

১২টি দেশে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জিয়া পরিবার: ওবায়দুল কাদের

১২টি দেশে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জিয়া পরিবার। জিয়া পরিবারের বিনিয়োগের বিষয়ে দুদককে তদন্তের আহ্বান জানানো হয়েছে। প্রমাণিত হলে বিএনপিকেই ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন: ‘জিয়া পরিবার ১২টি দেশে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। দুদককে এ বিষয়ে তদন্তের জন্য আহ্বান জানাই। প্রমাণিত হলে বিএনপিকেই ক্ষমা চাইতে হবে।’ এর আগে বৃহস্পতিবার কম্বোডিয়া সফর শেষে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে জিয়া পরিবারের বিনিয়োগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপিকে নাকে খত দিয়ে নির্বাচনে আসতে হবে। এর প্রেক্ষিতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে ঘিরে প্রধানমন্ত্রীর মন্তব্য অপমানজনক মন্তব্য করে আদালতে যাওয়ার হুমকি দেন। ওবায়দুল কাদের বলেন: ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে বিএনপির বিরুদ্ধেও মামলা করবো।’ তিনি আরও বলেন: ‘সৌদি আরবে শপিং মল ও কাতারে বাণিজ্যিক ভবন নির্মাণে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকো ও খালেদার ভাই শামীম ইস্কান্দার ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এই খবর আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। বাংলাদেশি পত্রপত্রিকাও এই খবর প্রচার করেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের আহ্বান জানাই।’ এখন তাদের উচিত দুদকে গিয়ে প্রমাণ করা যে, তারা নির্দোষ।
কেন্দ্রীয় ১৪ দলের সভা ১১ ডিসেম্বর পূর্ববর্তী

কেন্দ্রীয় ১৪ দলের সভা ১১ ডিসেম্বর

সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই : মির্জা ফখরুল পরবর্তী

সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই : মির্জা ফখরুল

কমেন্ট