১৫ দিনে ৫ শো

১৫ দিনে ৫ শো

২০০৭ ও ২০১৭ সালেও অস্ট্রেলিয়ায় গিয়ে শো করার অভিজ্ঞতা আছে ক্লোজআপ ওয়ান খ্যাত রন্টি দাশের। তবে এবার সেখানে পাঁচটি শো করবেন এই গায়িকা, তা-ও আবার ১৫ দিনের মধ্যে। শোগুলোতে অংশ নেওয়ার জন্য ১৭ জুলাই রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন গায়িকা। ২০ জুলাই অ্যাডিলেড, ২১ ও ২৫ জুলাই সিডনি, ২৭ জুলাই মেলবোর্ন এবং ৩ আগস্ট ডারউইনে গাইবেন তিনি। ২০, ২১ ও ২৭ জুলাইয়ের শো তিনটির আয়োজন করেছে বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া। এগুলোতে রন্টি গাইবেন এন্ড্রু কিশোর ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ রহমানের সঙ্গে। ২৫ জুলাই ও ৩ আগস্ট হবে রন্টির একক শো। রন্টি বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বড় দেশে গিয়ে এত অল্প সময়ে এতগুলো শো গাইতে পারা একজন শিল্পীর জন্য অবশ্যই আনন্দের। সেখানকার প্রবাসী শ্রোতারা আমার গান পছন্দ করেন বলেই এটা সম্ভব হয়েছে।’ রন্টি আরো জানান, শোগুলোতে তাঁর সঙ্গে বাজাবেন তাঁর দল ‘নোঙর’-এর চার সদস্য—সাঈদ [লিড গিটার], পল্লব [বেইস গিটার], রাজীব [কি-বোর্ড] ও রানা [ড্রামস]। ৪ আগস্ট দেশে ফিরবেন সবাই।
গোয়েন্দা জেরার মুখে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূর্ববর্তী

গোয়েন্দা জেরার মুখে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

চলচ্চিত্র ছাড়ছেন সোনম? পরবর্তী

চলচ্চিত্র ছাড়ছেন সোনম?

কমেন্ট