১৯ মার্চ রাজধানীতে সমাবেশের ঘোষণা বিএনপির

১৯ মার্চ রাজধানীতে সমাবেশের ঘোষণা বিএনপির

১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দিয়েছেন। সোমবার (১২ মার্চ) সকাল ১১টায় বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করছি সরকারের বোধোদয় হবে। বিশেষ করে সমাবেশের অনুমতি দেওয়ার দায়িত্বে যিনি আছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবেন বলে আশা করছি।’ তিনি আরও জানান- আগামী ১৫ মার্চ চট্টগ্রাম, ২০ মার্চ বরিশাল এবং ৩০ মার্চ রাজশাহীতে জনসমাবেশ করবে বিএনপি। সেই অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। হাইকোর্টে খালেদা জিয়ার জামিনের আদেশের ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করছি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া জামিন পাবেন। আবার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’
জামিন পেলেন খালেদা জিয়া পূর্ববর্তী

জামিন পেলেন খালেদা জিয়া

'বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন নেই' পরবর্তী

'বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন নেই'

কমেন্ট