১ ঘন্টায় আলিবাবার বিক্রি ৮৩,৭৯১ কোটি টাকা!

১ ঘন্টায় আলিবাবার বিক্রি ৮৩,৭৯১ কোটি টাকা!

ই-কমার্স জায়ান্ট আলিবাবা রবিবার অভুতপুর্ব এক বিক্রির রেকর্ড গড়েছে। বার্ষিক সিঙ্গেলস ডে-তে পণ্য বিক্রির অতীতের সব রেকর্ডও ভেঙেছে প্রতিষ্ঠানটি। চীনা এই কম্পানি রবিবার প্রথম ৮৫ সেকেন্ডেই ১০০ কোটি ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে। আর প্রথম এক ঘণ্টায় তা পৌঁছেছে ১ হাজার কোটি ডলারে বা ৮৩৭৯১ কোটি টাকায়। ২০০৯ সাল থেকেই আলিবাবা অনানুষ্ঠানিক ছুটির দিন হিসেবে প্রতিবছর ১১ নভেম্বর পালন করে আসছে। এইদিন কম্পানিটি বিভিন্ন পণ্য ছাড়ে বিক্রি করে। রবিবারের ২৪ ঘণ্টা এখনও বাকি থাকলেও পুরো ২০১৭ সালের বিক্রিকে ছাড়িয়ে গেছে। কয়েক ঘণ্টা বাকি থাকার আগেই ২৫.৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার এই দিনের বিক্রি ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। শনিবার মধ্যরাতে এই বিক্রির সূচনা হয় জৌলুসপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের বিপরীত হিসেবে আলিবাবা দিনটিতে ছাড় দেওয়ার উপলক্ষ তৈরি করে। এখন বিশ্বের সবচেয়ে বেশি মূল্যের পণ্য বিক্রি হয় দিনটিতে। ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে-র বিক্রিকে ছাড়িয়ে গেছে এই সিঙ্গেল ডে। আলিবাবায় ১ লাখ ৮০টি ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়। যাতে রয়েছে শীর্ষ টেক নির্মার্তা শাওমি, অ্যাপল ও ডায়সনের পণ্যও।
৬ মাসে ১৫০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পূর্ববর্তী

৬ মাসে ১৫০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

অবৈধ ভিওআইপি অভিযানে ৪২ হাজার সিম উদ্ধার পরবর্তী

অবৈধ ভিওআইপি অভিযানে ৪২ হাজার সিম উদ্ধার

কমেন্ট