২০০ কোটির ঘরে ‘লুসিফার’

২০০ কোটির ঘরে ‘লুসিফার’

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ মোহনলাল। মালয়ালাম ইন্ডাস্ট্রির মহাতারকার যে সিনেমাই মুক্তি পাক না কেন, বিশ্বব্যাপী ঝড় তুলবেই। এবারও তাঁর ব্যতিক্রম হলো না। মোহনলালের সর্বশেষ সিনেমা ‘লুসিফার’ বিশ্বব্যাপী আয়ে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর। আন্তর্জাতিক বক্স অফিসে ২০০ কোটির ঘরে প্রবেশের মধ্য দিয়ে মলিউডের সেরা ব্লকবাস্টার হলো ‘লুসিফার’। ‘পুলিমুরুগান’ ছবির আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘লুসিফার’। মলিউডে এই ছবি আয় করেছিল ১০০ কোটি রুপি আর আন্তর্জাতিক বক্স অফিসে আয় করেছিল ১৬৫ কোটি রুপি। আজ (১৬ মে) আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘লুসিফার’। আগেই খবর বেরিয়েছিল, ‘লুসিফার’-এর ইন্টারনেট স্বত্ব বিক্রি হয়েছিল ১৩ কোটি রুপিতে। যা হোক, আমাজন প্রাইম ভিডিও-তে মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্স ‘লুসিফার’-এর পাইরেট ভার্সন অন্তর্জালে ছেড়ে দিয়েছে। ‘লুসিফার’ পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। এই সিনেমায় স্টিফেন নেডুমপাল্লি চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার মোহনলাল, যিনি দক্ষিণ কেরালার সাহসী রাজনীতিক, অন্ধকার জগতে যিনি আব্রাম কোরেশি নামে খ্যাত। মোহনলাল ছাড়াও ‘লুসিফার’-এ রয়েছেন বলিউডের বিবেক ওবেরয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়র, সাইকুমার, কালাভবন শাজন, বাজ্জু সন্তোষ, জন বিজয়, সানিয়া ইয়াপ্পাঁ।
মা হওয়ার পরিকল্পনা করছেন সোনম? পূর্ববর্তী

মা হওয়ার পরিকল্পনা করছেন সোনম?

সেই আমদানি সিনেমা নিয়ে বিপত্তিতে শাকিব! পরবর্তী

সেই আমদানি সিনেমা নিয়ে বিপত্তিতে শাকিব!

কমেন্ট