২০২০-২১ অর্থবছরের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

২০২০-২১ অর্থবছরের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে একাদশ জাতীয় সংসদের ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ মন্ত্রিসভার সদস্যরা এতে উপস্থিত ছিলেন। বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৪৯তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন।  আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমিত আকারে মন্ত্রিপরিষদ সদস্য এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
হিলি স্থলবন্দরে পেঁয়াজের কেজি ১৬ টাকা পূর্ববর্তী

হিলি স্থলবন্দরে পেঁয়াজের কেজি ১৬ টাকা

বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা পরবর্তী

বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা

কমেন্ট