‘২০৪১ সালে প্রথম ২০ দেশের কাতারে থাকবে বাংলাদেশ’

‘২০৪১ সালে প্রথম ২০ দেশের কাতারে থাকবে বাংলাদেশ’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৪১ সালে প্রথম শ্রেণির ২০টি দেশের কাতারে থাকবে বাংলাদেশ। রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুই দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, ‘২০৩০ সালে চীন ১ নম্বর ও ভারত হবে তৃতীয় অর্থনীতির দেশ। আর আমাদের বাংলাদেশের অবস্থান হবে মধ্যখানে। তাই আমাদের চীন ও ভারতকে সঙ্গে নিয়ে সামনে যেতে হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৩০ সালে প্রত্যেক পরিবারে একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ২০৩০ সালে টেলিস্কোপ দিয়ে দারিদ্র্যতা খুঁজে পাওয়া যাবে না।’ তিনি আরো বলেন, ‘এখন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী ২০২৭ সালে বাংলাদেশে বিশ্বের মধ্যে ২৬তম অর্থনীতির দেশ হবে। দারিদ্র্যতা শূন্যের কোঠায় নেমে আসবে। এসময় আমরা মালয়েশিয়া-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলবো।
অন্যায়কারী যে হোক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

অন্যায়কারী যে হোক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাদের অবৈধ সম্পদের শ্বেতপত্র প্রকাশ করা হবে : ওবায়দুল কাদের পরবর্তী

বিএনপি নেতাদের অবৈধ সম্পদের শ্বেতপত্র প্রকাশ করা হবে : ওবায়দুল কাদের

কমেন্ট