২০ দলীয় জোটের প্রার্থী ঠিক করবেন খালেদা জিয়া

২০ দলীয় জোটের প্রার্থী ঠিক করবেন খালেদা জিয়া

সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মনে করেন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা। তবে তাঁরা খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন হলে সে নির্বাচনে অংশ না নেওয়ার মনোভাব ব্যক্ত করেছেন। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ২০-দলীয় জোটের বৈঠকে শরিক দলগুলোর নেতারা তাঁদের এ মনোভাব খালেদা জিয়াকে জানান। ওই বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। রাত সাড়ে ৯টার দিকে শুরু হয়ে ১১টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। উপস্থিত একাধিক সূত্র থেকে জানা গেছে, বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থিতা নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা সাংবাদিকদের জানানো হয়নি। বৈঠকে জাতীয় পার্টির (জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার রেহানা প্রধানসহ জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
ডিএনসিসি উপ-নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ'লীগের পূর্ববর্তী

ডিএনসিসি উপ-নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ'লীগের

'খালেদার মামলা স্থানান্তরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই' পরবর্তী

'খালেদার মামলা স্থানান্তরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই'

কমেন্ট