২৩ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা হঠকারিতামূলক : রাশিয়া

২৩ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা হঠকারিতামূলক : রাশিয়া

যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের যে ঘোষণা দিয়েছে তা ‘অদূরদৃষ্টিসম্পন্ন ও হঠকারিতামূলক’ বলে জানিয়েছে রাশিয়া। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণার পর এক বিবৃতিতে লন্ডনের রুশ দূতাবাস এ প্রতিক্রিয়া জানিয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের যে ক্ষতি হলো তার দায় যুক্তরাজ্যকেই বহন করতে হবে। একইসঙ্গে এ ঘটনায় যুক্তরাজ্যের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো। পক্ষত্যাগী যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন থেরেসা মে। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাজ্য এ ঘটনাকে হুমকি হিসেবেই বিবেচনা করছে। মঙ্গলবারের মধ্যে যদি তারা কোনো যুক্তি দেখাতে না পারে তাহলে একে রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবেই দেখা হবে। থেরেসা মে বলেন, এটি হয়তো আমাদের বিরুদ্ধে রাশিয়ার সরাসরি হামলা। অথবা দেশটির সরকার নিজের সামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে মস্কোকে এই ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে সময় বেঁধে দিয়েছিলেন থেরেসা মে। কিন্তু রুশ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় যুক্তরাজ্যে দায়িত্বরত ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। অন্যদিকে ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের যে ঘোষণা যুক্তরাজ্য দিয়েছে তাতে সমর্থন ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মুখপাত্র অভিযোগ করে বলেন, রাশিয়া সারাবিশ্বের নিরাপত্তাব্যবস্থাকে খাটো করে দেখছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে চায় যে, এ ধরনের হামলা আর কখনোই হবে না।
বাবার কাছ থেকে মাকে লুকিয়ে রাখছেন প্রিন্স সালমান! পূর্ববর্তী

বাবার কাছ থেকে মাকে লুকিয়ে রাখছেন প্রিন্স সালমান!

নেপালে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক পরবর্তী

নেপালে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

কমেন্ট