২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ

কোরবানি সংক্রান্ত বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে অনুরোধ করছি। আজ রবিবার নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশনা দেন। তিনি বলেন, সিটি করপোরেশন নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ বিতরণ করবে। এর বাইরেও যদি কারো ব্যাগ লাগে তা কাউন্সিলরের অফিসে পাওয়া যাবে। যদি কোনো নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করার অনুরোধও জানান মেয়র। সভায় বক্তব্য রাখেন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দিন প্রমুখ। এবার ঈদের দিন দুপুর ২টায় মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর থেকে শুরু হবে কোরবানি বর্জ্য অপসারণের কাজ।
ধর্মপ্রাণ মুসলমানদের আজ পবিত্র হজ পূর্ববর্তী

ধর্মপ্রাণ মুসলমানদের আজ পবিত্র হজ

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় সেপ্টেম্বরে: আইনমন্ত্রী পরবর্তী

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

কমেন্ট