২-০ গোলে পিছিয়ে পরেও সেমিফাইনালে ম্যানসিটি

২-০ গোলে পিছিয়ে পরেও সেমিফাইনালে ম্যানসিটি

এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে শনিবার রাতে সোয়ানসি সিটির বিপক্ষে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় পেয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। সিটির কোচ হিসেবে যেকোনো ধরনের প্রতিযোগিতায় এই প্রথম ২-০ গোলে পিছিয়ে পরেও জয় পেলেন গার্দিওলা। শনিবার সোয়ানসির মাঠে ম্যাচের ২০ মিনিটে পিছিয়ে পরে ম্যানসিটি। এ সময় সোয়ানসির ম্যাট গ্রিমেস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। ২৯ মিনিটে মাথায় বারস্যান্ট সেলিনা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। অবশ্য বিরতির পরের গল্পটুকু শুধুই ম্যানসিটির। ৬৯ মিনিটে বার্নার্ডো সিলভা গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৭৮ মিনিটে সোয়ানসি সিটির ক্রিস্টোফার নর্ডফেল্ট নিজেই নিজেদের জালে বল জড়িয়ে সমতায় ফেরান স্কাই ব্লুজদের। আর ম্যাচের ৮৮ মিনিটে সার্জিও আগুয়েরো গোল করে জয় নিশ্চিত করেন সিটির। টিকিট পাইয়ে দেন সেমিফাইনালের। এফএ কাপের ২০ ম্যাচে মাঠে নেমে ২২টি গোলের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন আগুয়েরো। তার মধ্যে তিনি নিজে করেছেন ১৮টি গোল। সহায়তা করেছেন চারটিতে। অবশ্য এফএ কাপের চলতি আসরে সবচেয়ে বেশি গোল করেছে ম্যানসিটি। তাদের করা গোল সংখ্যা ১৯টি। তার মধ্যে অবশ্য ৭টি গোল এসেছে প্রতিপক্ষের আত্মঘামী খাত থেকে। এদিকে অপর কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ওয়াটফোর্ড। ঘরের মাঠে তারা ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে সবশেষ চার আসরে দ্বিতীয়বারের মতো শেষ চারে নাম লিখিয়েছে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মিলওয়াল ও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন। এই ম্যাচ শেষে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ড্র। ওয়েম্বলিতে ৬ ও ৭ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। আর ১৮ মে একই ভেন্যুতে হবে ফাইনাল
জিদানের ফেরার ম্যাচে রিয়ালের জয় পূর্ববর্তী

জিদানের ফেরার ম্যাচে রিয়ালের জয়

নিজেদের পরম সৌভাগ্যবান বললেন মাহমুদউল্লাহ পরবর্তী

নিজেদের পরম সৌভাগ্যবান বললেন মাহমুদউল্লাহ

কমেন্ট