৩৯ দিন পর কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মোদি সরকার

৩৯ দিন পর কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মোদি সরকার

ভারতের জম্মু ও কাশ্মীরের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার পর চালু হয়েছে ফোন লাইন ও মোবাইল পরিষেবা। ৩৯ দিন পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত ৫ আগষ্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। আর এর পর থেকে সেখানে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। কাশ্মীর সরকারের জনসংযোগ ও তথ্য অধিদপ্তর এ কথা জানিয়েছে। কাশ্মীরের জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, সব এলাকা থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ল্যান্ডলাইন কাজ করছে এবং মোবাইল পরিষেবাও চালু করা হয়েছে। কাশ্মীরে এর আগে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন আসেনি। দোকানপাট বন্ধই ছিল, ফাঁকা ছিল স্কুলগুলোও। সড়কগুলোতে খুব বেশি গাড়ি চলাচল করতে দেখা যায়নি। তবে প্রসঙ্গত, গত ৫ আগষ্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে বিধি-নিষেধ আরোপ করে ভারত।
সৌদি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড পূর্ববর্তী

সৌদি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

মালয়েশিয়ায় জঙ্গলে না খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন ১৬ বাংলাদেশি পরবর্তী

মালয়েশিয়ায় জঙ্গলে না খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন ১৬ বাংলাদেশি

কমেন্ট