৩ দফা দাবিতে দিনাজপুরে কৃষক-আদিবাসীদের জেলা সম্মেলন

৩ দফা দাবিতে দিনাজপুরে কৃষক-আদিবাসীদের জেলা সম্মেলন

৩ দফা বাস্তবায়নের দাবি নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষক-কৃষাণী ও আদিবাসীদের জেলা সম্মেলন। শনিবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক ফেডারেশন, কৃষাণী সভা ও আদিবাসী সমিতির আয়োজনে এ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার পূর্বে প্রেসক্লাব হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের দুইটি অংশ একিভূত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি তারক চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের (একাংশে) সভাপতি বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষক ফেডারেশন বাংলাদেশের (একাংশ) সভাপতি জায়েদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক স্বপন ভুইয়া, কৃষাণী সভার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং ও সাধারণ সম্পাদক অমলী কিসকু। আলোচনা শেষে সভায় পৃথকভাবে উল্লেখিত ৩টি সংগঠনের জেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা, সংগঠনের ৩টি দাবি বাস্তবায়নের জোর দাবি করেছেন। দাবিগুলো হচ্ছে, নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম কমানো, খাসজমিতে ভূমিহীনদের চিরস্থায়ী বন্দোবস্ত এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ অধিকার নিশ্চিত করতে হবে।
বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১ পূর্ববর্তী

বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১

নওগাঁ জেলা থেকে ১০ রোহিঙ্গা আটক পরবর্তী

নওগাঁ জেলা থেকে ১০ রোহিঙ্গা আটক

কমেন্ট