৩ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

৩ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেয়রপদে বিএনপির মনোনয়নপত্র ক্রয় করা যাবে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দিতে হবে। রাজশাহী সিটিতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেট সিটিতে আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথমে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভীর হাত থেকে রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ফরম নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের সমর্থক আহসানুল জক কাওসার। এ বিষয়ে সিলেটে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা বলেছি- সিলেটবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরাও প্রস্তুত আছি। নগরবাসীর উন্নয়নে জেলে থাকার পরও আমি তাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ করতে পেরেছি। আশা করছি আগামীতে সিলেটনগরীকে আধুনিক নগরীতে পরিণত করব।
আ. লীগ মেয়র পদপ্রার্থীর নাম জানা যাবে শুক্রবার পূর্ববর্তী

আ. লীগ মেয়র পদপ্রার্থীর নাম জানা যাবে শুক্রবার

‘গাজীপুর সিটির মেয়রের চেয়ার অল্প বয়স্কদের জন্য নয়’ পরবর্তী

‘গাজীপুর সিটির মেয়রের চেয়ার অল্প বয়স্কদের জন্য নয়’

কমেন্ট