৬৮ বছরে ডিম দিল বিশ্বের বয়স্কতম পাখি

৬৮ বছরে ডিম দিল বিশ্বের বয়স্কতম পাখি

বয়স যে স্রেফ একটি সংখ্যা তার জীবন্ত প্রমাণ ওয়াইজডম, একটি লেইসান অ্যালবোট্রস। গত ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের মিডওয়ে অ্যাটোল অভয়ারণ্যে আবারো ডিম দিয়েছে সেখানকার বাসিন্দা ৬৮ বছর বয়সী পাখিটি। ওই অভয়ারণ্যের জীববিজ্ঞানীদের বরাত দিয়ে ইউএস ফিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াইল্ডলাইফ এজেন্সি জানায়, ওয়াইজডম ও এর সঙ্গী পাখি আকিকামাই প্রতিবছর মিডওয়ে এটল-এ একই বাসায় ফিরে আসে। সংস্থাটি জানায়, অ্যালবাট্রস প্রায়ই ডিম পাড়ার বছরে বিশ্রাম নিতে উড়াল দেয়। কিন্তু ২০০৬ সাল থেকে এই অ্যালবাট্রস দম্পতি ডিম পাড়তে ওই অভায়রাণ্যে ফিরে আসে। দম্পতির এই মা পাখিটি এ পর্যন্ত ৪০টি ডিম পেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিম পাড়ার সময় ছাড়া বাকি সময়ের ৯০ ভাগই পাখিটি সমুদ্রে কাটায়। সেখানে এটি স্কুইড ও মাছের ডিম খেয়ে আর ঘুরে সময় কাটায়। ১৯৫৬ সালে জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনস একটি সাধারণ লেসান অ্যালবাট্রসকে চিহ্নিত করেন। পরবর্তী ৪৬ বছর পাখিটিকে আর দেখা যায়নি। ২০০২ সালের শেষ দিকে রবিনস আবার পাখিটিকে খুঁজে পান। এরপর থেকে বিশেষজ্ঞরা এর ওপর নজরদারি চালিয়ে আসছে।
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

কমেন্ট