৭৩ বছরের রেকর্ড ভাঙলেন স্মিথ

৭৩ বছরের রেকর্ড ভাঙলেন স্মিথ

মোহাম্মদ মুসার শর্ট বল। স্টিভেন স্মিথ বুক উচ্চতার বলটা পুল করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাঠিয়ে নিলেন এক রান। এই রানেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গড়লেন রেকর্ড। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের নতুন রেকর্ড গড়েছেন স্মিথ। তিনি ভেঙেছেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের ৭৩ বছরের রেকর্ড। ১৯৪৬ সালের আগস্টে ওভালে হ্যামন্ড ৭ হাজার রান পূর্ণ করেছিলেন তার ১৩১তম ইনিংসে। তার চেয়ে পাঁচ ইনিংস কম খেলেই রেকর্ডটা নিজের করে নিলেন স্মিথ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লাগল ১২৬ ইনিংস। ৭ হাজারের মাইলফলক ছুঁতে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টে স্মিথের দরকার ছিল ২৩ রান। শনিবার টেস্টের দ্বিতীয় দিন মুসার বলে সিঙ্গেল নিয়ে ২৩ রানে পৌঁছে মাইলফলক স্পর্শ করেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। গত অ্যাশেজে ৭ ইনিংসে ৭৭৪ রান করা স্মিথ মাইলফলকটা ছুঁতে পারতেন ব্রিসবেনে প্রথম টেস্টেই। কিন্তু অবিশ্বাস্যভাবে আউট হয়ে গিয়েছিলেন ৪ রানেই। এই ব্যর্থতার জন্য নিজেকে তিনি ‘শাস্তি’ও দেন। গ্যাবা থেকে দলের বাকি সবাই যেখানে টিম বাসে চড়ে হোটেলে ফিরেছে, সেখানে স্মিথ টানা তিন কিলোমিটার দৌড়ে হোটেলে ফেরেন! টেস্টে দ্রুততম ৭ হাজার রান: স্টিভেন স্মিথ- ১২৬ ইনিংস ওয়ালি হ্যামন্ড- ১৩১ ইনিংস বীরেন্দর শেবাগ- ১৩৪ ইনিংস শচীন টেন্ডুলকার- ১৩৬ ইনিংস গ্যারি সোবার্স- ১৩৮ ইনিংস কুমার সাঙ্গাকারা- ১৩৮ ইনিংস বিরাট কোহলি- ১৩৮ ইনিংস
ডি ভিলিয়ার্সের ‘ট্রিপল সেঞ্চুরি’ পূর্ববর্তী

ডি ভিলিয়ার্সের ‘ট্রিপল সেঞ্চুরি’

এবার ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি পরবর্তী

এবার ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি

কমেন্ট