৮৫৫ কোটি টাকা পেলেন মেসি-সুয়ারেজরা

৮৫৫ কোটি টাকা পেলেন মেসি-সুয়ারেজরা

গেল মৌসুমটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। কোপা ডেল রে শিরোপাও হাতছাড়া হয়।ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে পরাজিত হন কাতালানরা। বার্সার সাফল্য বলতে ছিল লা লিগা ও স্প্যানিশ সুপার কাপে। এ দুটি ট্রফি জেতে তারা। তাতেই লালে লাল লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। আর্থিক পুরস্কার হিসেবে ৯ কোটি ২০ লাখ ইউরো পেয়েছেন তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫৫ কোটি ২১ লাখ টাকা। বোনাস ও ‘অ্যাড অনস’ মিলিয়ে খেলোয়াড়দের হাতে এ অর্থ তুলে দিয়েছে ক্লাবটি। বার্সার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৮-১৯ মৌসুমে খেলোয়াড় ও কোচের পারিশ্রমিক বাবদ ৫২৫ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সা। টাকার অংকে যা প্রায় ৪৮৮০ কোটি। এর মধ্যে খেলোয়াড়দের দিয়েছে ৪১৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রামানে যা প্রায় ৩৮৭৬ কোটি টাকা। অবশ্য ২০১৭-১৮ মৌসুমের বোনাসের চেয়ে এবার ২ মিলিয়ন ইউরো কম পেয়েছেন মেসিরা। তবে ২০১৪-১৫ মৌসুমে ‘ট্রেবল’ জয়ে পাওয়া বোনাসের তুলনায় এ অঙ্কটা ৩ মিলিয়ন ইউরো বেশি।
ঢাকায় আর্জেন্টিনার ম্যাচ, যা বলছে বাফুফে পূর্ববর্তী

ঢাকায় আর্জেন্টিনার ম্যাচ, যা বলছে বাফুফে

একনজরে জাতীয় লিগে কে কোন দলে পরবর্তী

একনজরে জাতীয় লিগে কে কোন দলে

কমেন্ট